প্রকাশিত: Sun, Aug 20, 2023 9:29 AM আপডেট: Tue, Jan 27, 2026 6:12 PM
[১]মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বিভাজন দূর করতে হবে: এডিটরস গিল্ডের গোলটেবিল
রিয়াদ হাসান: [২] ১৫ আগস্ট নিয়ে অভ্যন্তরীণ যে ভূরাজনীতি হয়েছে, তা খুবই দুঃখজনক। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে দেশে যে চলমান বিভাজন তা দূর করার দায়িত্ব রাজনীতিবিদদেরকেই নিতে হবে। তার জন্য দেশে অভ্যন্তরীণ ঐকমত্য জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা।
[৩] শনিবার ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত ‘১৫ আগস্ট: রাজনীতির বিভাজন রেখা?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্টজনেরা এসব কথা বলেন। সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল বৈঠকটির সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু। সূত্র: একাত্তর.টিভি
[৪] আলোচকরা বলেন, সদ্য স্বাধীন হওয়া দেশের স্থপতিকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে পরাশক্তিরা ষড়যন্ত্র থেকে যে বিরত থাকেনি, সেটাই প্রমাণ দিয়েছে বারবার। ১৫ আগস্ট নিয়ে যে অভ্যন্তরীণ বিভাজন তৈরি হয়েছে তা খুবই দুঃখজনক। জাতির পিতার হত্যাকাণ্ড নিয়ে বিভাজন থাকতে পারে না। বঙ্গন্ধুর হত্যাকাণ্ড নিয়ে যে বিভাজন তার সমাধান না হলে বর্তমান রাজনৈতিক সংকট সহসাই নিরসন হবে না। নতুন প্রজন্মের কাছে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এর ফলে কেউই ঐক্যমতে পৌঁছাতে পারছে না। আগামী নির্বাচন যেন স্বচ্ছ হয়, সেদিকেও নজর দেয়ার পরামর্শ দেন বক্তারা।
[৫] সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরি বলেন, অভ্যন্তরীণ যে বিভাজনটা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টিতে যদি আমরা মতৈক্যে না আসতে পারি জাতি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে।
[৬] মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, মূল্যবোধের জায়গায় আমরা সার্বজনীনতা প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের নিজেদের এখানে আত্মসমীক্ষা গভীরভাবে প্রয়োজন। এই বিভাজনের যারা প্রবক্তা ছিল তারা কিন্তু নিষ্ঠুরতার দিকে চলে গেলো। ৭৫ হলো তার ভয়ংকর একটি উদাহরণ।
[৭] দৈনিক আমাদের অর্থনীতির এডিটর ইনচার্জ মাসুদা ভাট্টি বলেন, আমরা দেশকে কীভাবে চালাবো তার প্রেসক্রিপশন দিলে হবে না। ডেমোক্রেসি প্রেসক্রাইবড হতে পারে না।
[৮] গোল টেবিল আলোচনার সঞ্চালক এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু বলেন, ১৫ আগস্ট যে বিভাজনের উগ্র রূপ আমরা দেখেছি সেই বিভাজন সমাজে ছিলো। ২১ বছরে এই বিভাজনকে লালন করা হয়েছে। ২০০৮ এ এসে তা রিভার্সের চেষ্টা করা হলো, ততদিনে অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এ যুদ্ধ অব্যাহত রাখতে হবে। প্রতি বর্গ কিলোমিটার শুয়ে আছেন পাঁচ শহীদ। এ বাংলাদেশ বৃথা যেতে পারে না।
[৯] মানবাধিকারকর্মী ও মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর বলেন, আমাদের রাজনীতি বিভাজিত। গণতন্ত্র যদি মানি তাহলে কোন রাজনীতিটা আমরা স্বীকার করবো, সেটা ভাবতে হবে। সূত্র: বাংলা ট্রিবিউন
[১০] আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, আমাকে দেখতে হবে আমাদের একাত্তরের চেতনাটা কী ছিল? কেন আমরা স্বাধীন একটা দেশ অর্জন করেছি। প্রতিটি দেশেরই নিজস্ব একটা চেতনা রয়েছে। সেখানে যদি বিভাজন থাকে, তাহলে এই চেতনা ক্ষতিগ্রস্ত হয়। যারা এ বিষয়ে কাজ করেন, তারা কিন্তু বিভাজন কমানোর চেষ্টা করেন না। বাইরে থেকেও এই বিভাজন আরো উসকে দেওয়া হয়।
[১১] আলোচনায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা পরবর্তী প্রজন্মের স্বার্থে ঠিক করতে হবে।
[১২] গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন, কলামিস্ট ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মমতাজউদ্দিন পাটোয়ারী, সাবেক সেনা কর্মকর্তা হেলাল মোর্শেদ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট